মূল পাতা শিক্ষাঙ্গন নূরিয়া মাদরাসার মাহফিল আগামীকাল
রহমত নিউজ 05 December, 2024 06:42 PM
আাগমীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত রাজধানীর কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামীয়া নূরিয়ার মহাসপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নাযেমে তালিমাত (শিক্ষা সচিব) মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এই প্রসঙ্গে বলেন, বাদ জুম’আ থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে দেশের শীর্ষ আলেমগণ বক্তব্য রাখবেন।
জুম’আর পূর্বে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বয়ান করবেন বলেও তিনি জানান।
এসময় তিনি সকলকে মাহফিলে আসার জন্য আহ্বান জানান।